অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের ভবিষ্যৎ নির্ভর করছে সে দেশের নের্তৃত্বের উপর : আরশাদ মাহমুদ


ইরাকের ভবিষ্যৎ নির্ভর করছে সে দেশের নের্তৃত্বের উপর : আরশাদ মাহমুদ
ইরাকের ভবিষ্যৎ নির্ভর করছে সে দেশের নের্তৃত্বের উপর : আরশাদ মাহমুদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন পানেটা বলেছেন যে যুক্ত রাষ্ট্র এই ৩১শে ডিসেম্বর যখন ইরাকে তার সামরিক মিশন প্রত্যাহার সম্পন্ন করছে তখন সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম ইরাকের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এই নতুন ইরাকের ভূরাজনৈতিক চালচিত্র কেমন হতে পারে এবং ইরাক কি ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সে সব নিয়েই ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলছিলেন ওয়াশিংটনের বিশিষ্ট সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক আরশাদ মাহমুদ।

আরশাদ মাহমুদ বলেন যে গনতন্ত্র যে ইরাকে খুব একটা মসৃণ হবে সেটা বলা মুস্কিল বিশেষত ইরান এই শুণ্যতার সুযোগ নিতে পারে। তবে তিনি এ ও বলেন যে ইরাকিরা অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন জাতি এবং তারা ইরানের আধিপত্য মেনে নেবে বলে মনে হয় না। তবে রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করবে তারা ইরাকের সার্বভৌমত্ব কি ভাবে রক্ষা করবেন। সেখানে আল ক্বায়দা সহ আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র যে মাথাচাড়া দিয়ে উঠবে না, তেমন নিশ্চয়তা দেয়া ও মুস্কিল।

XS
SM
MD
LG