অ্যাকসেসিবিলিটি লিংক

সাহিত্যিক হাসান আজিজুল হকের সাথে বাংলাদেশের ছোটগল্প নিয়ে আলোচনা


ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে্য আমরা বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট সাহিত্যিকের সঙ্গে সাক্ষাত্কারের ভিত্তিতে কাব্য, উপন্যাস, ছোট গল্প, ও নাটক নিয়ে আলোচনার আয়োজন করেছি।

উপন্যাস দিয়ে আমরা শুরু করেছিলাম। দ্বিতীয় পর্বে ছোট গল্প নিয়ে আলোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে অধিষ্ঠিত এবং বিশিষ্ট লেখক হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক বাহান্ন সালের ভাষা আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ছোট গল্পের মূল ধারাগুলো নিয়েও আলোচনা করেন এবং এক্ষেত্রে বিশিষ্ট কয়েকজনের নাম করেন। তবে তিনি জানালেন বর্তমানে মানুষ ছোট গল্প পড়ছে কম।

তাঁর সাক্ষাত্কার নিয়েছেন মাসুমা খাতুন।

XS
SM
MD
LG