উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রম বিষয়ে থেমে থাকা আলোচনা আবার শুরু করার জন্য দক্ষিণ ও উত্তর কোরিয়ার পারমানবিক প্রতিনিধিরা আগামী সপ্তাহে বেজিং এ বৈঠক করবেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্রী বলেছেন উই সুং লাক চীনে যাবেন উত্তর কোরিয়ার দূত রিইয়ং হোর সঙ্গে আলোচনার জন্য। কোন তারিখ নির্ধারন করা হয়নি । বলা হয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি ওই বৈঠক হবে।