তুরস্কে বৈঠকরত সিরিয়ার বিরোধী সদস্যরা বলছেন, তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসকগোষ্ঠিকে উত্খাতের উপায় নিয়ে আলোচনা করছেন ।
সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার, সরকার বিরোধী বিক্ষোভের ওপর গুলি চালালে অন্ততঃ ৩২জন নিহত হয়, এবং তার একদিন পর ইস্তাম্বুলে শত শত সিরিয়ান মতবিরোধী মিলিত হন ।
এই সম্মলনের নেতা হাইথাম আল মালে অংশগ্রহণকারীদের বলেন, সিরিয়ার বর্তমান ‘শাসক দল’ তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে না।
তিনি ঐক্যের আহ্বান জানান। আল মালে একজন আইনবিদ যিনি সিরিয়ায় এক সময় কারাবন্দী ছিলেন।
ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ার জনগন যা করছেন তাতে তিনি উত্সাহিত বোধ করছেন।
তিনি বলেন যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশ কি করছে তা নয়, সিরিয়ানরা যা করছে সেটাই বড়, তারা বিরোধী দল গড়ছে, যা শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য সহায়ক হবে।
পররাষ্ট্র মন্ত্রী ক্লিন্টন সাংবাদিকদের আরও বলেন, সিরিয়ার ‘নৃশংসতা’ অবশ্যই বন্ধ করতে হবে এবং সরকারী সংস্কার বাস্তবায়নের জন্য তার কথায় ‘বৈধ ও আন্তরিক প্রচেষ্টার’ প্রয়োজন ।