অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো দিনের বেলায় ত্রিপোলিতে প্রচন্ড বোমা বর্ষণ করে


লিবিয়ায় বোমা বর্ষণ
লিবিয়ায় বোমা বর্ষণ

শুক্রবার, নেটোর জঙ্গীবিমানের বোমা বর্ষণে লিবিয়ার রাজধানী ত্রিপোলি প্রকম্পিত হয়। ওই শহরের বেশ কয়েকটি এলাকাকে হামলার লক্ষ্যস্থল করা হয়।

তাত্ক্ষনিক এটা সুস্পষ্ট হয়নি যে কোথায় আঘাত লেগেছে বা কেউ হতাহত হয়েছে কিনা। উদ্ধার করার যানবাহনের সাইরেন শোনা যায় রাস্তায় রাস্তায়।

অধিকাংশ সময় রাতের গভীরে নেটো আক্রমন চালাতো, কিন্তু এখন প্রায়ই দিনের বেলায় আক্রমন চালানো হয়।

XS
SM
MD
LG