অ্যাকসেসিবিলিটি লিংক

দমন অভিযান সত্বেও সিরিয়ায় সরকার বিরোধী প্রতিবাদকারীরা সমাবেশ করে, কর্তৃপক্ষের দমন অভিযানে অন্তত ১৬ জন নিহত


সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ
সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ১৬ জন সরকার বিরোধী প্রতিবাদকারীকে গুলি করে হত্যা করেছে।

সিরিয়ায় হাজার হাজার মানুষ দেশের সর্বত্র রাস্তায় রাস্তায় নেমে পড়ে এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানায়। ওদিকে সরকার মতবিরোধীদের বিরুদ্ধে দমন অভিযানের ব্যাপকতা বৃদ্ধি করে।

মানবাধিকার কর্মীবৃন্দ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে শুক্রবার হোম্স, দারা এবং লাটাকিয়া সহ অন্যান্য শহরে সরকার বিরোধী সমাবেশ শুরু হয়েছে। খবর বলা হচ্ছে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলিবর্ষণ করেছে।

এর আগে সিরিয়ার নিরাপত্তা বাহিনী, দেশের অস্থিতিশীল উত্তরপশ্চিমে নতুন করে আক্রমন চালিয়েছে। তারা আরও দুটি শহরে সেনা বাহিনী ও ট্যাঙ্ক বহর পাঠিয়েছে।

শুক্রবার মানবাধিকার কর্মীবৃন্দ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে সিরিয়ার সামরিক বাহিনী বিপুল সংখ্যক সেনাকে মারেত আল নুমান শহরে পাঠিয়েছে। রাজধানী দামেষ্ক ও দেশের সর্ববৃহত্ শহর আলেপ্পোর মধ্যে সংযোগকারী ওই মহাসড়কে, ১ লক্ষ জনগোষ্ঠির ওই শহরটি অবস্থিত।

সাম্প্রতিক দিনগুলোতে মারেত আল নুমান শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যায় যখন সিরীয় সেনারা ওই অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ দমনের চেষ্টা করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছিলো।

এ ছাড়া নিরাপত্তারক্ষীরা খান শেখহুন শহরে প্রবেশ করে।

XS
SM
MD
LG