যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে বৃহত্তর বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে । দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে এ্যাসিসটেন্ট সেক্রেটারী রবার্ট ব্লেক - আজ মহাকরণে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন । রবার্ট ব্লেক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র পর্যটন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী ।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট.