অ্যাকসেসিবিলিটি লিংক

‘আমার সবচাইতে বড় পরিচয় আমি একজন মুক্তি যোদ্ধা’ - বললেন বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী ডঃ নুরুন ন্নবী


ডঃ নুরুন ন্নবী একজন বিজ্ঞানী, লেখক সর্বোপরি বাংদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিসেনা।

টাঙ্গাইলের বাসিন্দা তিনি, ১৯৭১ সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার কথায়, ‘আমরা ছাত্রলীগের সার্বক্ষণিক কর্মী ছিলাম। বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিলেন, আমাদের মত রাজনৈতিক কর্মীদের কাছে তা স্পষ্ট স্বাধীতার ঘোষণা ছিল। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ইতিহাস আপনারা অনেকেই জানেন’।

সেই যুদ্ধকালীন অভিজ্ঞতা ও ইতিহাস বর্ণনা করেছেন ডঃ নুরুন ন্নবী আমাদের সঙ্গে এক সাক্ষাতকারে। তার সাক্ষাতকার নিয়েছেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG