অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের নির্বাচন পরবর্তী করনীয় বিষয় সম্পর্কে অমিয় চৌধুরী


পশ্চিম বঙ্গের নির্বাচন পরবর্তী করনীয় বিষয় সম্পর্কে অমিয় চৌধুরী
পশ্চিম বঙ্গের নির্বাচন পরবর্তী করনীয় বিষয় সম্পর্কে অমিয় চৌধুরী

সাক্ষাত্কারে অতিথি কলকাতার মওলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অফ সাউথ এশিয়া স্টাডিসের সিনিয়র ফেলো ডঃ অমিয় চৌধুরী। এছাড়া তিনি একজন রাজনৈতিক সমীক্ষক। ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ করনীয় বিষয়গুলির ওপর তিনি আলোকপাত করেন।

তিনি বলেন মমতাকে সফল হতে হলে প্রথমে শাষন ব্যবস্থা স্থিতিশীল করে সুশাষন প্রতিষ্ঠা করতে হবে কারন গত ৩৪ বছরে রাজ্যের শাষন ব্যবস্থায় যথেষ্ট দলীয়করণ হয়েছে, বলতে গেলে ভেঙ্গে পড়েছে। এরপর অগ্রাধিকার দিতে হবে শিক্ষা, দরিদ্র রোগীদের চিকিত্সা ব্যবস্থার উন্নতি সাধন এবং কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর। তিনি মনে করেন জনগন এগুলোই চাইবে।

অমিয় চৌধুরীর সাক্ষাত্কার নিয়েছেন মাসুমা খাতুন।

XS
SM
MD
LG