অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি


ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি
ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি

ইওরোপের ঋণ সংকট সমপ্রসারিত হয়ে এখন স্পেন ও ফ্রান্সের অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। দুটি দেশকেই সরকারের সাহায্যে অধিক অর্থ দিতে হবে।

স্পেন, ইওরোপের ৪র্থ বৃহত্ অর্থনীতি ১৯৯৭ সালের পর থেকে এবার ঋণের জন্য সবচাইতে বেশী মূল্য দিয়েছে, স্পেনকে প্রায় ৫শো কোটি ডলারের বণ্ড বিক্রী করতে হয়েছে । মাদ্রিদকে ৭ শতাংশ সুদ দিতে হয়েছে, যে সুদের হারের কারণে - গ্রীস, পর্তূগাল ও আয়ারল্যান্ড সরকারকে তাদের দারুণ ঋণভার লাঘবের জন্য গত দেড়বছর যাবত আন্তর্জাতিক অর্থ সহায়তা চাইতে হয়েছে ।

ওদিকে ফ্রান্সকেও তার ঋণ পরিশোধে অর্থ যোগানোর জন্য উঁচূ হারে সুদ দিতে হয় । ১০ বছর মেয়াদী ঋণপত্রে মূল্য ইওরোপের প্রধান অর্থনৈতিক শক্তি জার্মানীর চাইতে দদ্বিগুন, যদিও ট্রিপল এ ক্রেডিটে দুটি দেশই সমান অবস্থানে রয়েছে ।

ইওরোপে ঋণ সমস্যা সম্প্রসারণের বিষয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের ফলে বৃহষ্পতিবার লণ্ডন, প্যারিস ও ফ্রাংকফুর্টে শেয়ার দর পড়ে যায় ।

XS
SM
MD
LG