অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পানির সমস্যা সমাধানে সমন্বতি প্রয়াসের প্রয়োজনঃ রেবা পাল


Global Water Partnership নামে একটি সেবা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা হলেন রেবা পাল।

এই প্রতিষ্ঠান বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌছে দেয়ার জন্য্ কাজ করে থাকে। সম্প্রতি সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষ্যে এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছিল। রেবা পাল সেখানে বাংলাদেশের মানুষের কাছে বিশুদ্ধ পানি এবং পয়োঃনিষ্কাশন ব্যবস্থা পৌঁছে দেয়ার বাস্তব চিত্র তুলে ধরেন।

ভয়সে অব আমরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেন বাংলাদেশে তিনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে সমন্বয়ের অভাব দেখেছেন। তাতে কাজ ব্যাহত হয়। তাই তাঁর প্রতিষ্ঠান সরকার এবং সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান গুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের জন্য কাজ করছে। তিনি মনে করেন । সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়।

XS
SM
MD
LG