অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ পঙ্কজ উদাসের “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”


আজকের বিশ্ব সঙ্গীতঃ পঙ্কজ উদাসের “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”
আজকের বিশ্ব সঙ্গীতঃ পঙ্কজ উদাসের “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”

তোমার গায়ের রঙ রুপার মত। তোমার চুল সোনার মত। একমাত্র তুমিই এত ধনী। বাকি সবাই কাঙ্গাল... তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, তা ফুলে ফুলে ভরে যায়। তুমি পাথর স্পর্শ করলে তা হীরে হয়ে যায়।

পঙ্কজ উদাসের নাম তো আপনারা সবাই শুনেছেন। আজ আমি আপনাদের জন্য তাঁর বিশ্ববিখ্যাত গজল “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা” নিয়ে এসেছি।

আজকের বিশ্ব সঙ্গীতঃ পঙ্কজ উদাসের “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”
আজকের বিশ্ব সঙ্গীতঃ পঙ্কজ উদাসের “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”

তাঁর জন্ম ১৯৫১ সালে। তিনি ১৯৮৬ সালে “নাম” ছবিতে “চিটঠি আয়ি হ্যায়” গান গেয়ে সবার মন জয় করে নেন। তারপর আর পেছন ফিরে দেখেননি তিনি।

পঙ্গজ উদাসের ৪০টি অ্যালবাম বাজারে বের হয়েছে। তাঁর গান সারা বিশ্বের গজল প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়।

আজ আপনারা শুনছেন তাঁর গলায় একজন ভালোবাসায় কাতর প্রেমিকের গান “চান্দি যেয়সা রাংগ হ্যায় তেরা”...

XS
SM
MD
LG