অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা জি এইট এবং নেটো শীর্ষ সম্মেলনের নেতাদের স্বাগত জানাচ্ছেন


ওবামা জি এইট এবং নেটো শীর্ষ সম্মেলনের নেতাদের স্বাগত জানাচ্ছেন

আজ শুক্রবার থেকে ওয়াশিংটনের অদূরে প্রসিডেন্টের অবকাশ যাপনের স্থান ক্যাম্প ডেভিডে অনুষ্টিত হয়েছে জি এইট-এর অর্থনীতি বিষয়ক শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চার দিনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক ততপরতা শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনীলন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, দু-দিনের আট জাতীগোষ্ঠির সম্মেলনে যে্সব বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে তা হচ্ছে, বিশ্বব্যাপী তেলের বাজার, জ্বালানী, জলবায়ুসহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় যে গণতন্ত্রে উত্তরণ এবং ইউরো জোনের ঋণ সংকট। মিঃ ওবামা আফ্রিকাদ মহাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য বেনিন, ইথিওপীয়া, তাঞ্জানিয়ার নেতাদেরও শীর্ষ সম্মেলনে আমন্ত্রন জানান।

ক্যাম্প ডেভিডে যাওয়ার প্রাক্কালে মিঃ ওবামা ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দকে ওয়াই হাউসে স্বাগত জানাবেন।

XS
SM
MD
LG