অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ১১জন নিহত


সিরিয়ায় ১১জন নিহত
সিরিয়ায় ১১জন নিহত

সিরিয়ায় সক্রিয়কর্মীরা বলেছে শুক্রবার অন্তত ১১ জন নিহত হয় যখন নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ শুরু করে এবং সারা দেশে নতুন করে আক্রমন অভিযান চালায়।

অস্থিতিশীলতা বাড়ছে যখন দামেষ্ক ক্রমান্বয়ে আন্তর্জাতিক চাপের সম্মুখিন হচ্ছে মতবিরোধীদের উপর তাদের দমন আভিযান বন্ধ করার জন্য।

ফরাসী প্রধানমন্ত্রী আলা জুপে শুক্রবার সিরিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দামেষ্কের তীব্র নিন্দা জানিয়ে প্রস্তাব অনুমোদন করার আহ্বান জানান। তিনি ফরাসী সংবাদ সংস্থাকে বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারে পরিবর্তন আনার সময় এখন আর নেই।

ইস্তাম্বুলে তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আহমেদ ডাভুটোগলুর সঙ্গে বৈঠকের পর জুপে ওই মন্তব্য করেন।

XS
SM
MD
LG