অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মুখে - অবঃ মেজর জেনারেল মুনিরুজ্জামান


বর্তমানে বিশ্বব্যাপী যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, সে ক্ষেত্রে সবচাইতে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে । জমির ক্ষয় - জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে এক বিরাট সমস্যা । জেনারেল মুনিরুজ্জামান বলেন, ‘সমুদ্র স্তরের উচ্চতা যদি এক মিটারও বৃদ্ধি পায়, তা হলে বাংলাদেশের ১৭ থেকে ২০ শতাংশ জমি তলিয়ে যাবে । আর জলবায়ু পরিবর্তন বা এটার প্রভাবের কারণে যে ধরণের জলবায়ু উদ্বাস্তু বাংলাদেশ থেকে সৃষ্টি হবে – তার আকার এবং প্রকার অনেক গুন বেশী । প্রায় তিন থেকে চার কোটি বাংলাদেশী জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে । এ শুধু বাংলাদেশই নয়, আঞ্চলিক পরিপ্রেক্ষিতেই নয়, বিশ্ব পরিপ্রেক্ষিতে এত বড় ধরণের উদ্বাস্তু, যা বিশ্ব কখনো মোকাবেলা করেনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের মে মাসের সংখ্যায় বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হবে । ম্যাগাজিনে এসব বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট ফর পীস এ্যাণ্ড স্ট্র্যাটেজিক স্টাডিস-এর প্রেসিডেন্ট (অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল মুনিরুজ্জামান ।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাতকারে তিনি একই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন । তার সাক্ষাতকার নিয়েছেন রোকেয়া হায়দার।

XS
SM
MD
LG