অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শেষ ও বৃহত্ যোদ্ধৃ সেনা ব্রিগেড ইরাক ত্যাগ করেছে


প্রেসিডেন্ট বারাক ওবামা যে সময় সীমা নির্ধারন করেছিলেন তার দুই সপ্তাহ আগেই, ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেষ ও বৃহত্ যোদ্ধৃ সেনা ব্রিগেড সেদেশ ত্যাগ করেছে। ভয়েস অফ এ্যামেরিকার হোয়াইট হাউজ সংবাদদাতা ড্যান রবিনসন জানাচ্ছেন পেনটাগনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন কিছু অ্যামেরিকান যোদ্ধৃ সেনা ৩১ শে অগাস্ট পর্যন্ত সেখানে থাকবে, ঐ তারিখেই যুক্তরাষ্ট্রের উপস্থিতি আনুষ্ঠানিক ভাবে উপদেষ্টাএবং প্রশিক্ষন অভিযানে রুপান্তরিত হবে। ড্যান রবিনসনের রিপোর্টটি পড়ছেন আহসানুল হক।

XS
SM
MD
LG