বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর কাছে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া অটিজম বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই ঢাকায় আসছেন। তখন বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে ইন্দিরার সম্মাননা তুলে দেবেন। মতিউর রহমানের রিপোর্ট।