লিবিয়ার কর্মকর্তারা বলেছেন রবিবার রাজধানীতে নেটো এক আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে। আক্রমনে শিশু সহ অন্তত ৫ অসামরিক ব্যাক্তি নিহত হয়।
সাংবাদিকদের ত্রিপোলির আরাদা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধংশ হয়ে যাওয়া একটি ভবনে উদ্ধার তত্পরতা চলছে।
উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম নেটোর বিরুদ্ধে অভিযোগ করে যে তারা “ইচ্ছাকৃত ভাবে অসামরিক ঘর বাড়িগুলো আক্রমনের লক্ষ্যস্থল করছে”। তিনি বলেন ওই আক্রমন তাদের কথায় “পশ্চিমের নৃশংসতার” ইঙ্গিত বহন করে।