মিশরে দ্বিতীয়বারের মতো এ সপ্তাহের সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়েছে।
এক নির্বাচনী কর্মকর্তা বলেছেন বৃহষ্পতিবার, সংসদীয় নির্বাচনের প্রথম দফার ভোটের ফলাফল যে ঘোষণা করার কথা ছিল তা শুক্রবার প্রকাশ করা হবে।
কায়রো, অ্যালেকজেন্দ্রিয়া এবং অন্যান্য ৭ টি প্রদেশে সোমবার ও মঙ্গলবার যে ভোট হয়, তার ফলাফল বুধবার আশা করা হয়েছিলো। মিশরের আল আহরাম সংবাদপত্রে বলা হয় ঘোষণা দেওয়া বিলম্বিত করা হয় কারণ যে সকল মিশরীয় বিদেশে আছেন তাদের ভোট এখনও গোনা হয়নি।
মুসলিম ব্রাদারহুড এর ফ্রিডম অ্যান্ড জাসটিস দল এবং আরও রক্ষণশীল আল নুর সালাফি, ইসলামপন্থী দল উভয়ই দাবি করছে যে তারা নির্বাচনে ভাল করেছে।