ইয়েমেনে কর্মকর্তারা বলেছেন রাজধানী সানায় সারা রাত প্রচন্ড লড়াইয়ে অন্তত ৩৭ জন নিহত হয়।
শুক্রবার যে নাজুক যুদ্ধবিরতী ঘোষণা করা হয় তা ভেঙ্গে গেছে, ওদিকে বিভিন্ন স্থানে প্রচন্ড লড়াই হয়। মঙ্গলবার খুব ভোরে সানায় লড়াই শুরু হয়। সেনাবাহিনীর বিচ্ছিন্ন ইউনিট যারা শেখ সাদেক আল আহমারের অনুগত তারা কয়েকটি সরকারি ভবনে আক্রমন চালায়।
বিরোধী উপজাতীয় দলের সদস্যরা বলেছে তারা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এবং প্রেসিডেন্ট আলী আব্দুল্লা সালের ক্ষমতাসীন দলের সদর কার্যালয়ের নিয়ন্ত্রন নিয়েছে কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রন গ্রহণের কথা অস্বীকার করেছে।