বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিল মাসের শেষ সপ্তাহটাকে ওয়ার্লড ইমিউনাইজেশান উইক বা বিশ্ব টিকা সপ্তাহ ঘোষণা করে।
বাংলাদেশে, Expanded Programme on Immunization (EPI) এর Program Manager, ড: তাজুল ইসলাম এ বারি, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে, স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশে কি ধরনের কার্যব্যবস্থা গ্রহণ করা হয় সে সম্পর্কে বিস্তারিত বলেন।
ড: তাজুল ইসলাম এ বারি’র সাক্ষাত্কার নেন শাগুফতা নাসরিন কুইন।