আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শেব ম্যামির জনপ্রিয় গান “মেলি মেলি”।
আহমেদ খেলিফাতি মোহাম্মদের জন্ম আলজেরিয়ায়। তাঁকে সবাইকে শেব ম্যামি নামেই চেনে।
আলজেরিয়া-ই তাঁর গানের জীবন শুরু হয়। কিন্তু ১৯ বছর বয়সে তিনি ফ্রান্সে চলে যান, আর সেখান থেকেই বিশ্বব্যাপি জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি যে স্টাইলে গান, তাঁকে বলে হয় রাই। ব্লুজ, ফাংক, সাল্সা, রেগেয়, হিপ হপ, এবং আলজেরিয়ান ছন্দ, এই সবকিছুর ছোয়ায়ই তাঁর গানে পাওয়া যায়।
প্রিন্স অফ রাই নামে পরিচিত শেব ম্যামি অন্যান্য অনেক বিক্ষ্যাত শিল্পীর সঙ্গেও গেয়েছেন। স্টিঙ্গের গান “ডেসের্ট রৌজ” হয়ত আপনারা শুনেছেন।
আজ আপনাদের শোনাচ্ছি তাঁর গাওয়া গান, যা তাঁর এল্বাম “মেলি মেলি”তেই প্রথম বের হয়। শুনুন শেব ম্যামির গলায় “মেলি মেলি”...