অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ৩ টি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে


ভারত ৩ টি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে
ভারত ৩ টি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করেছে

ভারতের মহাকাশ কর্মকর্তারা বলেছেন, তারা আজ সাফল্যের সঙ্গে তিনটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উত্ক্ষেপণ করেছেন।

ভারতের মহাকাশ গবেষণা সংগঠন আজ দক্ষিণ ভারত থেকে একটি রকেট উৎক্ষেপণ করে। তারপর সেটি ভূপৃষ্ঠের ৮শো কিলোমিটার উঁচূতে ওই কৃত্রিম উপগ্রহগুলো মহাশূণ্যে পাঠিয়ে দেয়।

মহাকাশ সংস্থা বলেছে, মুল উপগ্রহটি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে গবেষণা করতে সাহায্য করবে। ছোট দুটি উপগ্রহের একটি হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ প্রকল্প, ওই কৃত্রিম উপগ্রহগুলো নক্ষত্ররাজি পরীক্ষা করে দেখবে এবং মহাকাশ থেকে বিভিন্ন চিত্র সংগ্রহ করবে।

XS
SM
MD
LG