অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে গ্রাউণ্ড জিরোর কাছে মসজিদ ও ইসলামী কেন্দ্র নির্মাণ নিয়ে বিতর্ক


Doves fly over the cenotaph dedicated to the victims of the atomic bombing at the Hiroshima Peace Memorial Park during the ceremony to mark the 68th anniversary of the bombing, August 6, 2013.<br />
<br />
Bồ câu bay qua bia tưởng niệm nạn nhân vụ ném bom nguyên tử tại Công viên Tưởng niệm Hòa bình Hiroshima trong buổi lễ kỷ niệm vụ ném bom lần thứ 68, 6 tháng 8, 2013.
Doves fly over the cenotaph dedicated to the victims of the atomic bombing at the Hiroshima Peace Memorial Park during the ceremony to mark the 68th anniversary of the bombing, August 6, 2013.<br /> <br /> Bồ câu bay qua bia tưởng niệm nạn nhân vụ ném bom nguyên tử tại Công viên Tưởng niệm Hòa bình Hiroshima trong buổi lễ kỷ niệm vụ ném bom lần thứ 68, 6 tháng 8, 2013.

২০০১ সালে ১১ই সেপ্টেম্বরের মর্মান্তিক সন্ত্রাসী বিমান হামলা এবং তিন হাজার নিরাপরাধ মানুষের প্রানহানির ঘটনা কেউ ভুলতে পারে না। নিউইয়র্কে গ্রাউণ্ড জিরোর কাছাকাছি, একটি মসজিদ ও ইসলামী কেন্দ্র নির্মাণের পক্ষে – বিপক্ষে অবস্থান নিয়ে, জোর বিতর্ক চলছে। পক্ষে বিপক্ষে – নানা মহলের নানা মতামত।

নাইন ইলেভেনের পর গঠিত ফাউণ্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্র্যাসিসের প্রেসিডেন্ট ক্লিফোর্ড ডি মে বলেন ‘অনেক বিতর্ক অনেক আলোচনা চলছে এবং প্রশ্ন উঠেছে এই বিশেষ স্থানটিকে ঘিরে।’

আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক বিশিষ্ট লেখক আকবর আহমেদ বলেছেন, দেখুন বেশীরভাগ আমেরিকানের কাছে নাইন ইলেভেন এখনও এমন একটা ক্ষত যা শুকায়নি। এবং যে কেউ এই ধরণের উদ্যোগ নেবেন, তাতে নুনের ছিটে দেবেন তারা ভুল করবেন। নিউইয়র্কে ৩০টির মত মসজিদ রয়েছে। কিন্তু ওই বিশেষ স্থান, যেখানে নৃশংস ঘটনা ঘটেছে, জিহাদীরা ইসলামের নামে যা করেছে, যেখানে ৩ হাজারের মত মুসলিম – খৃষ্টান – ইহুদী প্রান হারিয়েছে, তার কাছে ১০ কোটি ডলারে ১৩ তলার এক ইসলামী কেন্দ্র মসজিদ নির্মাণ প্রকল্প সম্বন্ধে অনেক প্রশ্ন দেখা দেয়। আমার মত যারা এর বিরোধী নই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই কাজ অনুমোদন করতে পারি না’।

ওদিকে নাইন ইলেভেনে টুইন টাওয়ারে নিহত নুরুল হকের আত্মীয় হেলালউদ্দিন মিয়া মনে করেন, সেখানে ইসলামী কেন্দ্র – মসজিদ নির্মাণে আপত্তি থাকা উচিত নয়।

XS
SM
MD
LG