অ্যাকসেসিবিলিটি লিংক

সাইমন বারোই, গাড়ি নির্মান শিল্পে জাপানের ভূমিকম্প ও সুনামির প্রভাবের মূল্যায়ন করেন


জাপানে মোটোর কম্পানির কারখানা
জাপানে মোটোর কম্পানির কারখানা

সাইমন বারোই কন্টিনেনটাল অটোমটিভ সিসটেম কম্পানিতে স্ট্র্যাটেজিক সেল্স প্ল্যানিং অ্যান্ড ফোরক্যাস্টিং বিভাগের ম্যনেজার। তিনি দীর্র্ঘদিন গাড়ি নির্মান শিল্পে কাজ করছেন।

জাপানে ভূমিকম্প ও সুনামির ফলে, জাপান ও আমেরিকায় মোটোর নির্মাণ শিল্পে কি ধরনের প্রভাব পড়ছে, মি বারোই সে বিষয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তার মতমত ব্যাক্ত করেন।

সাইমন বারোই বলেন ভূমিকম্প ও সুনামির দরুন গাড়ি নির্মান শিল্পে, একটা নেতিবাচক প্রভাব পড়বে। জাপানে ৫ লক্ষ কম গাড়ি উত্পাদন করা হবে বলে বলা হয়েছে। মি বারোই বলেন যুক্তরাষ্ট্রের কয়েকটি গাড়ি নির্মান কম্পানি জাপানে টিম পাঠিয়েছে। ওই টিম গুলো সেখানে কাজ করছে এটা নিশ্চিত করার জন্য যে সময় মত গাড়ি ও যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে এসে পৌছয়।

মি বারোই বলেন তিনি মনে করেন আগামী অগাস্ট সেপ্টেম্বর মাসের আগে জাপানের ক্ষতিগ্রস্ত কম্পানিগুলো পূর্ণ উত্পাদনের পর্যায়ে যেতে পারবেনা। তিনি মনে করেন আর্থিক পুনরুদ্ধার করতে জাপানের আগামী বছর পর্যন্ত সময় লাগবে।

XS
SM
MD
LG