অ্যাকসেসিবিলিটি লিংক

সাউথ ক্যারোলাইনা রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন


সাউথ ক্যারোলাইনা রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন
সাউথ ক্যারোলাইনা রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন

তারা দলীয় মনোনয়ন প্রার্থীদের একজনের জন্য ভোট দেবেন যিনি প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হবেন নভেম্বারের নির্বাচনে এবং প্রেসিডেন্টকে পরাজিত করতে পারবেন।

সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে সাবেক কংগ্রেসম্যান নিউট গিংরিচ দ্রুত এগিয়ে যাচ্ছেন, ম্যাসাচ্যুসেটস এর সাবেক গভর্নর মিট রম্নির চাইতে।

গত সপ্তাহে মিট রম্নি নিউ হ্যাম্পসারে প্রাথমিক নির্বাচনে জয়ী হন।

সাম্প্রতিক দিনগুলোতে তিনি খুব একটা ভাল করছেন না।

ইতিমধ্যে নিউট গিংরিচ দুটি বিতর্ক অনুষ্ঠান খুবই ভাল করেন

পেনসিলভেনিয়ার সাবেক সেনেটার রিক স্যানটোরাম প্রচার অভিযান চালাচ্ছেন।

রিক স্যানটোরাম ও টেকসাস এর কংগ্রেসম্যান রন পল আশা করছেন অন্তত তৃতীয় স্থান অধিকার করতে পারবেন।

XS
SM
MD
LG