অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় মানবাধিকার গ্রুপ বলেছে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভে ৪৪ জন নিহত হয়


সিরিয়ায় মানবাধিকার গ্রুপ বলেছে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভে ৪৪ জন নিহত হয়
সিরিয়ায় মানবাধিকার গ্রুপ বলেছে শুক্রবার প্রতিবাদ বিক্ষোভে ৪৪ জন নিহত হয়

সিরিয়ায় একটি মানবাধিকার গ্রুপ বলেছে আনুমানিক হিসেব অনুযায়ী শুক্রবার সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে সে দেশে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৪এ।

ন্যাশেনাল অর্গানাইজেশন ফর হিইম্যান রাইট্স শনিবার বলেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারিদের উপর দমন অভিযান চালালে অধিকাংশ মানুষ প্রাণ হারায় পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে এবং মধ্যাঞ্চলের হোম্সে।

শুক্রবার সংবাদ প্রতিষ্ঠানগুলো বেশ কয়েকটি শহরে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করে নিরাপত্তা বাহিনী তাদের উপর তাজা গুলি ছোড়ে।

ইতোমধ্যে সিরিয়া সহিংসতার জন্য স্বসস্ত্র গ্রুপগুলোকে দোষারোপ করে। তারা বলেছে ইদলিব ও হোম্সে ১৭জন অসামরিক ব্যাক্তি, পুলিশ ও নিরাপত্তা রক্ষী নিহত হয়।

XS
SM
MD
LG