অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে, ৭৩ জন প্রাণ হারায়


সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ

সিরিয়ায়, জুম্মার নামাজের পর সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়লে নিরাপত্তা বাহিনী, বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা এবং অধিকার গোষ্ঠিগুলি বলছে শুক্রবার সিরিয়ায় বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী গুলি চালালে কমাক্ষে ৭৩ জন প্রাণ হারায়।

বার্তা সংস্থাগুলি বলছে যে প্রত্যক্ষদর্শীরা দামেস্ক , দোমা এবং দারার শহরতলি থেকে মৃত্যুর সংবাদ দিয়েছেন।

আজ হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী দেশব্যাপী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সমবেত হচ্ছে।

এর ঠিক একদিন আগেই প্রেসিডেন্ট গোলযোগ রোধ করার চেষ্টা হিসেবে জরুরী অবস্থা প্রত্যাহার করার বিষয়ে সরকারি আদেশে সই করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দক্ষিণের দারা এবং কুর্দি উত্তর পুবেও বিক্ষোভ হচ্ছে । কোন কোন সমাবেশে মি আসাদের শাসনের অবসান চেয়ে মুক্তি মুক্তি শ্লোগান দিচ্ছেন।

বিরোধী সমর্থকদের একটি ফেইসবুকে এই বিক্ষোভকে গুড ফ্রাইডে বিক্ষোভ বলে বিবেচনা করে। ওয়বসাইটের খ্রীষ্টান ও মুসলিমদের একটি ছবির নীচে লেখা আছে , “এক হৃদয় , এক হাত, এক লক্ষ্য।“

XS
SM
MD
LG