অ্যাকসেসিবিলিটি লিংক

পোলিশ প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফর


পোলিশ প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফর
পোলিশ প্রধানমন্ত্রীর আফগানিস্তান সফর

আফগানিস্তানের গজনী প্রদেশে রাস্তায় পাতা বোমার আঘাতে পোল্যান্ডের পাজ্জন সৈন্য নিহত হবার একদিন পরেই সে দেশ সফরে গেছেন পোল্যান্ডের প্রধান মন্ত্রী ডনাল্ড টাস্ক। তালিবান ঐ হত্যার দায় স্বীকার করেছে।

গজনীতে পোলিশ ঘাঁটিতে গিয়ে আজ প্রধানমনন্ত্রী টাস্ক নিহত সৈন্যদের পরিবারের প্রতি তাঁর শোক জ্ঞাপন করেন এবং এই ঘটনাকে বিদেশে পোলিশ অভিযানের ইতিহাসের সব চেয়ে বেশি বিয়োগান্তক ঘটনা বলে অভিহিত করেন।

নেটো নিরাপত্তা বাহিনীতে আফগানিস্তানে পোল্যান্ডের সৈন্য সংখ্যা হচ্ছে অন্তত আড়াই হাজার। আফগানিস্তানে এ পর্যন্ত ৩৬ জন পোলিশ সৈন্য নিহত হয়েছে।

আজই আরেকটি বোমার আঘাতে নেটোর আরেকজন সদস্য নিহত হয়েছে তবে সে কোন দেশের সদস্য সেটা জানা যায়নি।

XS
SM
MD
LG