অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে কোরান অগ্নিদগ্ধ সংক্রান্ত বিক্ষোভে সাত জন নিহত


আফগানিস্তানে কোরান অগ্নিদগ্ধ সংক্রান্ত বিক্ষোভে সাত জন নিহত
আফগানিস্তানে কোরান অগ্নিদগ্ধ সংক্রান্ত বিক্ষোভে সাত জন নিহত

আফগানিস্তানে পুলিশ ক্ষুদ্ধ শতশত বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত সাত জন নিহত হয়। নেটো বাহিনীর সৈন্যেরা কোরান শরিফের কপি অনুচিত স্থানে ফেলেছে বলে জানতে পারার পর দ্বিতীয় দিনের মত সেখানে বিক্ষোভ চলছে। আফগান কর্মকর্তারা জানিয়েছে যে রাজধানী কাবুলেসহ পারওয়ান প্রদেশ এবং পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বিক্ষোভে কয়েক ডজন লোক আহত হয়।

আন্তর্জাতিক জোট বাহিনীর সেনাধিনায়ক যুক্তরাষ্ট্রের জেনারেল জন এ্যালেন বলেন তাঁর ভাষায় “আমি নিশ্চিত করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ঘটনাটি ইচ্ছাকৃত ভাবে হয়নি। আমি এজন্য ক্ষমা চাচ্ছি।”

কাবুলে বিক্ষোভকারিদের কেউ কেউ চিত্কার করে শ্লোগান দেন “ আমেরিকা নিপাত যাক।” কেউকেউ কর্মকর্তাদের লক্ষ্য করে ইঁট-পাথর ছুঁরেন। গাড়ীতে এবং দালানে অগ্নি সংযোগ করে এবং প্রধান প্রধান রাস্তা ঘীড়ে রাখে।

XS
SM
MD
LG