অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়েতে দুটি আক্রমনে অন্তত ৮৭ জন নিহত


নরওয়েতে দুটি আক্রমনে অন্তত ৮৭ জন নিহত
নরওয়েতে দুটি আক্রমনে অন্তত ৮৭ জন নিহত

নরওয়ের পুলিশ সূত্রে বলা হয় এক বন্দুকধারী শুক্রবার কিশোরদের এক ক্যাম্পে গুলি চালিয়ে অন্তত ৮০জনকে হত্যা করেছে। এর আগে রাজধানী অসলোতে এক বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়।

পুলিশ প্রধান অয়িস্টিন মেইল্যান্ড শনিবার ঘোষণা করলেন মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৭ তে। কর্মকর্তারা আগে বলেছিলেন ওই ক্যাম্পে অন্তত ১০জন নিহত হয়।

অসলোতে সরকারি সদর কার্যালয়ে প্রচন্ড এক বোমা বিস্ফোরণে ৭জন নিহত হয়। এর কয়েক ঘন্টা পর পুলিশ অফিসারের ছদ্মবেশে অসলোর উত্তরে এক বন্দুকধারী কিশোরদের এক ক্যাম্পে গুলিবর্ষণ করে। নরওয়ের বিচার বিভাগের মন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে আক্রমন চালিয়েছে সে নরওয়ের নাগরিক।তাকে আটক করা হয়েছে।

কেউ এখনও আক্রমনের দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন আন্তর্জাতিক সমাজের স্বার্থ রয়েছে যাতে সন্ত্রাসী আক্রমন না ঘটে।

XS
SM
MD
LG