অ্যাকসেসিবিলিটি লিংক

উপকারি পোকা দিয়ে ক্ষতিকর পোকা দমন নিয়ে কথা বললেন ডঃ বদরুল আমীন ভুঁইয়া


Insects are eaten widely in Cambodia. The UN hopes to fight child malnutrition in Laos with nutrient-packed bugs.
Insects are eaten widely in Cambodia. The UN hopes to fight child malnutrition in Laos with nutrient-packed bugs.

সম্প্রতি ক্ষেতে ফসল নষ্টকারি পোকা মারার জন্যে রাসায়নিক কীটনাশকের বদলে উপকারি পোকা দিয়ে ক্ষতিকর পোকা দমনে বাংলাদেশে কৃষকেরা ভালো সফলতা পেয়েছেন।

উপকারি পোকা দিয়ে ক্ষতিকর পোকা দমন নিয়ে কথা বললেন ডঃ বদরুল আমীন ভুঁইয়া
উপকারি পোকা দিয়ে ক্ষতিকর পোকা দমন নিয়ে কথা বললেন ডঃ বদরুল আমীন ভুঁইয়া

বাংলাদেশে এ বিষয়টি নিয়ে গবেষণা হচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের ড: বদরুল আমীন ভুঁইয়া এই গবেষণার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিযে গেছেন তার গবেষণাকে। তিনি ক্ষতিকর এবং উপকারি পোকা সনাক্ত করার কাজে ব্যবহারের জন্যে পোকার ডিএনএ নিয়ে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান সংগঠনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সংগে তিনি কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। সম্প্রতি তিনি এসেছিলেন ওয়াশিংটন ডিসিতে, তখন তিনি ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকার দেন।

XS
SM
MD
LG