অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডার বিতর্কিত যাজককে মিশিগানে মসজিদের সামনে প্রতিবাদ করতে দেওয়া হবে না


Pastor Terry Jones, right, and Wayne Sapp react to the jury's verdict, that both of them are likely to cause a breach of the peace with their proposed protest against at the Islamic Center of America in Dearborn, Mich., April 22, 2011

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা রাজ্যের ছোট্ট এক গীর্জার যাজক টেরী জোন্স মিশিগান রাজ্যের ডিয়ারবোর্নে অবস্থিত, উত্তর আমেরিকায় সবচাইতে বড় মসজিদের সামনে প্রতিবাদ জানানোর যে পরিকল্পনা করেছিলেন, জুরী মণ্ডলী তা নাকচ করে দিয়েছেন। আমাদের সংবাদদাতা কেন ফারাবাও জানাচ্ছেন এই সিদ্ধান্তের ফলে আপাততঃ জোন্সের পরিকল্পনা বন্ধ হলো ।

ওই বিতর্কিত যাজক বলছেন যে “আমি মনে করি কোরান যদি কঠোরভাবে অনুসরণ করা হয়, তা হলে – তা সন্ত্রাসী কার্যকলাপে এগিয়ে নিয়ে যেতে পারে”।

ওদিকে ডিয়ারবোর্নে ইন্টারফেথ কম্যুনিটির - রেভারেণ্ড রনাল্ড গ্রিফিন এবং তার সহকারীরা তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন। রেভারেণ্ড গ্রিফিন বললেন, “আমরা এটা বরদাশত্ করবো। আপনি যা করছেন, আমরা তা গ্রহণ করি না এবং আমরা আপনাদের – সমাজকে বিভক্ত করতে দেবো না”।

তিনি অবশ্য এ কথাও বলেছেন যে, তাদের মধ্যে মতের সম্পূর্ণ গরমিল থাকলেও, জোন্সের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে।

ওদিকে মিশিগানে বহু বাংলাদেশী আমেরিকান বাস করেন তাদেরই একজন হচ্ছেন ইমাম আবদুল লতিফ আযম।

তিনি এই বিতর্ক সম্পর্কে বলেন, সেখানে তারা সবাই – মুসলিম, ইহুদী, খৃষ্টান, হিন্দু, বৌদ্ধ সবাই জোন্সের মতের বিরোধী। তারা তাদের মধ্যে কাউকে কোন বিভেদ সৃষ্টি করতে দেবেন না।

XS
SM
MD
LG