অ্যাকসেসিবিলিটি লিংক

গনপ্রজাতন্ত্রী কংগোতে পুলিশ বিরোধী নেতার সমর্থকদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে


গনপ্রজাতন্ত্রী কংগোতে পুলিশ বিরোধী নেতার সমর্থকদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে
গনপ্রজাতন্ত্রী কংগোতে পুলিশ বিরোধী নেতার সমর্থকদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে

গনপ্রজাতন্ত্রী কংগোতে পুলিশ শুক্রবার বিরোধী নেতা এটিয়েন শিসেকেডির সমর্থকদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে। শিসেকেডির স্বঘোষিত শপথগ্রহন অনুষ্ঠানের জন্য লোকজন সমবেত হয়েছিল।

মি শিসেকেডি জোর দিয়ে বলেন যে তিনি গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি তার শপথগ্রহন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজধানী কিনশাসায় মার্টার্স স্টেডিয়ামে সমবেত হওয়ার লক্ষ্যে সমর্থকদের আহ্বান জানান।

ওদিকে সরকার সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে। এবং রাজধানীর সর্বত্র বিশেষ করে শিসেকেডি র সমর্থক অধ্যুষিত এলাকাগুলোতে সাযোঁয়া যান ও পুলিশ মোতায়েন করে।

XS
SM
MD
LG