ভারতের রাজধানীতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে খাদ্যের দরের উর্ধগতির প্রতিবাদে।
প্রতিবাদকারীরা বুধবার নতুন দিল্লীর শহর কেন্দ্রে মিছিল করে ভারতের সংসদ ভবনের দিকে যায়। তারা খাদ্যের উচ্চ মূল্যের প্রতিবাদে স্লোগান দেয়।
ভারতে খাদ্যের উচ্চ মূল্যের হার অত্যন্ত দ্রুত বেড়েছে এবং এতে দেশের দরিদ্র লোকজনের উপর চাপ পড়েছে সবচাইতে বেশি।
এ সম্পর্কে কলকাতার 24 hour tv news channel এর নতুন দিল্লি ব্যুরো চীফ চিত্রিতা সন্যাল ভয়েস অফ আমেরিকাকে জানান।