আন্তর্জাতিক উন্নয়নবিদ ডঃ আব্দুন নুর Center for Managing Implementation of Developmental Programs, CMIDP ‘র সমন্বয়ক। তিনি দীর্ঘদিন বিশ্বব্যাঙ্কে ছিলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রনে ডঃ নুর বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নীতিমালা প্রনয়নে অংশ নেন।
যুক্তরাষ্ট্র সরকারের ঋণ নেওয়ার পরিমান বৃদ্ধির বিষয়ে কংগ্রেসকে ২রা আগাস্টের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
এ বিষয়ে ডঃ আব্দুন নুর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে তার মতামত প্রকাশ করেন।
তিনি বলেন ডেমোক্রাট ও রিপাবলিকানদের মধ্যে একটা মুক্তচিন্তার, নেতৃত্বের প্রকাশের প্রয়োজন।
ডঃ নুর বিশেষ ভাবে চারটি ইস্যুর কথা বলেন। তা হচ্ছে ইনোভেশান বা নতুন প্রযুক্তি বা ধারনার উদ্ভাবন, ইনটেলিজেন্স বা জ্ঞান, ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো এবং ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তিনি বলেন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ফিরিয়ে আনতে হবে, অবকাঠামো নির্মানে বিনিয়োগ করতে হবে, যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়ে দেশী বিদেশী ছাত্রছাত্রীদের যোগ দেওয়ার সুযোগ করে দিতে হবে এবং নতুন উদ্ভানের পরিবেশ সৃষ্টি করতে হবে।