অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের তিন দিন ব্যাপী বাত্সরিক সম্মেলন


যুক্তরাষ্ট্রে আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের তিন দিন ব্যাপী ৬২তম বাত্সরিক সম্মেলন অনুষ্ঠিত হলো গত সপ্তাহান্তে, রাজধানী ওয়াশিংটন সংলগ্ন ভার্জিনিয়া রাজ্যের শ্যানটিলিতে। কাদিয়ানের মীর্জা গোলাম আহমেদ, আহমেদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেন ১৮৮৯ সালে, অ্যামেরিকায় আহমেদিয়া জামাতই প্রথম অ্যামেরিকান মুসলিম সংস্থা, যা প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে।
এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল ইসলাম এবং লয়ালিটি টু হোমল্যান্ড, বাংলায় বলা যেতে পারে ইসলাম এবং নিজ দেশের প্রতি আনুগত্য।

XS
SM
MD
LG