চীন ইরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচির কারণে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিউ ওয়াইমিন বুধবার বেইজিং এ সংবাদদাতাদের বলেন যে তিনি মনে করছেন যে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং শান্তি ও স্থিতিশীলতার সুযোগ ব্যাহত করবে।
পশ্চিমি নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের এই সমালোচনার আগে , রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রক ও মঙ্গলবার এই নিষেধাজ্ঞাকে তাদের কথায় অগ্রহণ যোগ্য এবং আন্তর্জাতিক আইনের স্বরোধী বলে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্র , কানাডা ও ব্রিটেন প্রত্যেকেই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বৃদ্ধির কথা গত সোমবার ঘোষণা করে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী রামিন মেহমান পারাস্ত এই নতুন নিষেধাজ্ঞাকে তার কথায় অপপ্রচার ও স্নায়ুযুদ্ধ বলে তিনি উল্লেখ করেন।