অ্যাকসেসিবিলিটি লিংক

এনটিসি লিবিয়ার অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে


এনটিসি লিবিয়ার অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে
এনটিসি লিবিয়ার অন্তর্বর্তী সরকার ঘোষণা করবে

লিবিয়ার অন্তর্বর্তি পরিষদ এন টি সি জানায়, তারা আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্তর্বর্তী সরকারের কাঠামোর বিষয়টি প্রকাশ করবে। এন টি সির মুখপাত্র আব্দেল হাফিয ঘোগা বলেন, অন্তর্বর্তি সরকারে ২২টি মন্ত্রণালয় এবং একজন উপপ্রধানমন্ত্রী থাকবে।

ওদিকে এন টি সির যোদ্ধারা শুক্রবার প্রাক্তন নেতা মোয়াম্মার গাদ্দাফির নিজস্ব শহর সের্তে তে অভিযান চালায়।

অন্তর্বর্তী কর্তৃপক্ষের যোদ্ধারা উত্তরে গাদ্দাফীর অনুসারীদের আরেকটি শহর বানি ওয়ালিদেও লড়াই চালিয়ে যায়। উভয় শহরেই তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে।

ওদিকে শুক্রবার গাদ্দাফীর কন্যার রেকর্ডকৃত এক ভাষণ প্রচার করা হয়। সিরিয়া ভিত্তিক আররাই টেলিভিশনে প্রচারিত ভাষণে আইশা গাদ্দাফী বলেন, তাঁর বাবা এখন যথেষ্ঠ উদ্দিপ্ত রয়েছেন; তিনি তাঁর সমর্থকদের সঙ্গে যুদ্ধ ক’রে চলেছেন।

XS
SM
MD
LG