বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশনে এ বছরের মূল প্রতিপাদ্য হলো আন্তর্জাতিক বিরোধ নিরসনে শান্তিপূর্ন মধ্যস্থতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় জাতিসংঘের নবীনতম সদস্যদেশ দক্ষিণ সুদানকে অভিনন্দন জানান।
তিনি বলেন, "আমি বিশ্ব মানচিত্রে নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানকে জাতিসংঘের ১৯৩তম সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে স্বাধীনতা ও মুক্তি অর্জনের জন্য আমি এই নতুন রাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।"
সরকার কবীরুদ্দিন নিউ ইয়র্ক থেকে প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার স্থানীয় সময়ে দুপুর সাড়ে বারোটার পর পরই জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা ছিল।
বাংলাদেশের প্রতিনিধিদল নিউ ইয়র্কে বেশ কর্মব্যস্ত রয়েছেন। সে সময় নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনে ছিলেন, সহকর্মি সরকার কবীরুদ্দিন। তার সঙ্গে টেলিফোনে স্টুডিও থেকে কথা বলেছেন, আনিস আহমেদ।