অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত হয়


ইয়েমেনে লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত হয়
ইয়েমেনে লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত হয়

ইয়েমেনে, রাজধানী সানায়, শনিবার ইয়েমেনি প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সমর্থক বাহিনী এবং ছাত্র প্রতিবাদকারীরা ও তাদের রক্ষা করছে যে সামরিক বাহিনী তাদের মধ্যে লড়াইয়ে অন্তত ৪০ জন নিহত হয়। এর একদিন আগে প্রসিডেন্ট আলী আব্দুল্লা সালেহ, অপ্রত্যাশিত ভাবে দেশে ফিরে আসার পর সন্ধির আহ্বান জানান।

রাজধানী সানায় সরকারি নিরাপত্তা বাহিনী বিরোধী দলের সঙ্গে কয়েক দফায় লাড়াই করে।

বিরোধী জেনারেল আলী মোহসেন আল আহমার এর এক মুখপাত্র বলেন জেনারেলের সমর্থক সৈন্যদের ১১ জন নিহত হয় যখন তাদের অবস্থানের উপর নিরাপত্তা বাহিনী হামলা চালায়।

শুক্রবার মিঃ সালেহ সাউদি আরব থেকে ফিরে আসার পরপরই লড়াই বন্ধের আহ্বান জানান। গত জুন মাসে, সানায় প্রেসিডেন্টের প্রাসাদ চত্ত্বরে আক্রমনে আঘাত পাওয়ার পর, তিনি প্রতিবেশি রাষ্ট্রে চিকিত্সার জন্য তিন মাস ছিলেন।

মিঃ সালেহর দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল যেখানে তিনি বলেছিলেন যে ইয়েমেনের সরকার বিরোধী আন্দোলনের সমাধান বন্দুক বা কামানে নয় বরং আলোচনার মাধ্যমে হতে পারে।

XS
SM
MD
LG