অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সূদানের প্রেসিডেন্ট সালভা কীর তাঁর চীন সফর সংক্ষিপ্ত করছেন


দক্ষিণ সূদানের প্রেসিডেন্ট সালভা কীর তাঁর চীন সফর সংক্ষিপ্ত করছেন। সুদান সীমান্ত এলাকায় লড়াই শুরু করে পূর্ণমাত্রায় যুদ্ধ করার হুমকি বাড়িয়ে তুলেছে।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চ্যায়ারম্যান বাংগুও বলেন, মিঃ কির তার সাংহাই সফর বাতিল করেছেন তা্র ভাষায় এটা অভ্যান্তরিণ বিষয়।

মিঃ কির শনিবার পর্যন্ত চীনে থাকবেন তবে এটা এখনও অস্পষ্ট কবে তিনি চীন ত্যাগ করছেন।

চীনের উভয় সুদানকেই শান্তিপূর্ন ভাবে নিজেদের সমস্যাগুলোর সমাধান আহ্বান জানিয়েছে এবং সংলাপ শুরু করার জন্য ঐ আঞ্চলে একজন দূত ও প্ররণ করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সূদান এবং দক্ষিন সূদানকে খুব শিঘ্রী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG