বুধবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব সি আর জয়াসিংঘে ঢাকায় গেছেন।
তিনি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডঃ দিপুমনির সাথে দেখা করেন। কর্মকর্তারা জানিয়েছেন দুই পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করা নিয়ে আলোচনা হবে বুধবারের বৈঠকে যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।