যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাহিনী, দুজন আমেরিকান নাবিক যারা শুক্রবার আফগান রাজধানী থেকে নিখোঁজ হন, তাদের সন্ধানে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ্স অফ স্টাফ চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন রবিবার কাবুলে এক সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্য করেন। তালিবানরা বলেছে তারা একজন সৈনিককে হত্যা করেছে এবং অন্যজনকে আটক করেছে।
তালিবান এক মুখপাত্র বলেছে ওই দুই সৈনিক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ে এবং বন্দুক লড়াই শুরু হয়। লড়াইয়ে এক সৈনিক নিহত হয়।
ওদিকে, আফগানিস্তান থেকে পাওয়া এক খবরে জানা গেছে, যে দু দিন আগে যে তিনজন বাংলাদেশি শ্রমিককে উত্তরাঞ্চলের সামানগান প্রদেশে অপহরণ করা হয়েছিল, আফগান পুলিশ ও নেটোর আই এস এফ বাহিনীর এক যৌথ অভিযানের পর তাদেরকে দারাইসুফ পায়ান জেলায় উদ্ধার করা সম্ভব হয়। এই বাংলাদেশি শ্রমিকরা একটি কোরিয়ান রাস্তা নির্মাণ কোম্পানীতে কাজ করছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে আফগানিস্তানের মাজারে শরিফে অবস্থানরত নর্থ সাউথ রোড প্রকল্পের টিম লিডার সলিমুজ্জামান শিকদার এ সম্পর্কে সব শেষ খবর দেন।