অ্যাকসেসিবিলিটি লিংক

স্পন্দন-বি ‘র বাংলাদেশি উদ্যোক্তা বিষয়ক প্রকল্প প্রসঙ্গে ড ফাইয়াজ হোসেনি


স্পন্দন-বি ‘র বাংলাদেশি উদ্যোক্তা বিষয়ক প্রকল্প প্রসঙ্গে ড ফাইয়াজ হোসেনি
স্পন্দন-বি ‘র বাংলাদেশি উদ্যোক্তা বিষয়ক প্রকল্প প্রসঙ্গে ড ফাইয়াজ হোসেনি

ড সৈয়দ ফাইয়াজ হোসেনি পেশায় একজন কেমিক্যাল এঞ্জিনিয়ার কিন্তু যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিস্কো এলাকায় বসবাসরত এই বিজ্ঞানী তাঁর পেশাগত দায়িত্বের পাশাপাশি , বাংলাদেশের জনসাধারণের সাহায্যার্থে গঠিত স্পন্দন –বি সংগঠনেরও নির্বাহী কমিটির সদস্য।

স্পন্দন-বি ‘র একটি অন্যতম প্রকল্প হচ্ছে Entrepreneurship Initiative। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ড হোসেনি বিস্তারিত ভাবে তুলে ধরেছেন , তাদেঁর এই প্রকল্পের প্রসঙ্গটি । তিনি মনে করেন যে বাংলাদেশকে শুধু মাত্র লক্ষহীন ভাবে সাহায্য সহযোগিতা প্রদানের পরিবর্তে দেশটির মেধা বিকাশে উদ্যোমি তরুণ তরুণীদের নতুন উদ্যোগকে সহযোগিতা প্রদান করা উচিৎ। আর সেই দৃষ্টিভঙ্গি নিয়েই স্পন্দন বি কিছু কিছু প্রকল্প বাছাই করে থাকে যেগুলি সম্পূর্ণ নতুন এবং যার মধ্যে উদ্ভাবনী বিষয়টি যুক্ত।

তিনি এ রকম কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন যে দেশজ উপাদানে তৈরি এ সব উদ্ভাবনী প্রকল্পের প্রাথমিক অর্থায়ন স্পন্দন –বি যোগান দেয়, যাতে করে এই উদ্ভাবনী শক্তি বিকশিত হবার সুযোগ পায়। ড হোসেনি মনে করেন যে এই প্রাথমিক অর্থায়নের পর এই সব প্রকল্পকে কি ভাবে এগিয়ে নেওয়া যায় সে নিয়েও চিন্তা ভাবনা আছে তাঁদের।

XS
SM
MD
LG