অ্যাকসেসিবিলিটি লিংক

তুরষ্কে উদ্ধার তত্পরতা চলছে


তুরষ্কে উদ্ধার তত্পরতা চলছে
তুরষ্কে উদ্ধার তত্পরতা চলছে

রবিবার তুরস্কের পূর্বাংশে ৭.২ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে বিপর্যস্ত এলাকা থেকে প্রাণে বেঁচে যাওয়াদেরকে উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মিদের তত্পরতা বহাল রয়েছে । মঙ্গলবার বিধ্বস্ত এক এ্যাপার্টমেন্ট ভবনের ধংসাবশেষের ভেতর থেকে দু’সপ্তাহের এক শিশুকন্যা এবং তার মাকে উদ্ধার করা হয়েছে ।

ঐ দু’জন ভবনের ধংসাবশেষের মাঝখানে আটকিয়ে পড়েছিলো প্রায় ৪৮ ঘন্টা পর্যন্ত । ঐ ভুমিকম্পের আঘাতে ২ হাজারেরও বেশি ভবন বিধ্বস্ত হয় । ঐ শিশুকন্যার পিতাও ধংসাবশেষের ভেতর আটকিয়ে পড়েন – তবে তাঁকে জীবিত উদ্ধার করা গিয়েছে কিনা স্পষ্ট বোঝা যাচ্ছে না । এখন অব্দি শত শত বা বলা চলে হাজার হাজার লোক ঐ ধংসস্তুপের মধ্যে আটকে রয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে । কর্মকর্তারা বলছেন – কম হলেও এ ভুমিকম্পে ৩৬৬ জন প্রাণ হারিয়েছে । আহত হয়েছে ১৩ শ’র মতো লোক । তুরস্কের প্রধানমন্ত্রী রেজেপ তাইয়িপ এরদোয়ান রবিবার বিপর্যস্ত এলাকায় যান ।

XS
SM
MD
LG