মিশরে নির্বাচন হচ্ছে। জুন মাসের মাঝামাঝি ফিরতি নির্বাচন হবে বলে মনে হচ্ছে।
আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ এ সম্পর্কে তার মতামত প্রকাশ করেন, বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে।
মিশরে নির্বাচনে দেখা যাচ্ছে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মোরসি এবং ধর্ম নিরপেক্ষ প্রার্থী আহমেদ শাফিক, এরা দুজন ভোটে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন। ড: আহমেদ মনে করেন তারাই রানঅফ বা ফিরতি নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মুসলিম ব্রাদারহুড যদি ক্ষমতায় আসে মিশরের রাজনৈতিক প্রেক্ষাপট কি রকম হবে? ড: আহমেদ বললেন মিশরের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে যদি তা হয়। তিনি বলেন তারা আরও রক্ষণশীল ধারায় ফিরে যাবে।
তার সাক্ষাত্কার নেন শাগুফতা নাসরিন কুইন।