অ্যাকসেসিবিলিটি লিংক

আরব লিগ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে


আরব লিগ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে
আরব লিগ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সিরিয়ায় প্রবেশের অনুমোদন দেওয়ার বিষযে দামেষ্কের ব্যর্থতা এবং সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর, আরব লিগের কূটনীতিকরা শনিবার মিশরে বৈঠকে মিলিত হচ্ছেন সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করার জন্য।

সিরিয়ার সরকার ও কূটনীতিকরা বলেছেন ২২ সদস্যের লিগ সেই সব শাস্তির কথা বিবেচনা করছে যার মধ্যে রয়েছে সিরিয়ায় আরব বিমান যাত্রা বন্ধ এবং বানিজ্য ও ব্যংকিং বিনিময় স্থগিত রাখা।

মতবিরোধীদের বিরুদ্ধে সিরিয়ার সরকারের মারাত্বক দমন অভিযান এবং অস্থিতিশীলতা অবসানের লক্ষ্যে লিগের পরিকল্পনা কার্যকর করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যর্থতার কারণে, দু সপ্তাহ আগে আরব লিগ সিরিয়ার সদস্যত্ব সাময়িক ভাবে বাতিল করে দেয়।

XS
SM
MD
LG