চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর রোববার রাতে বোমা হামলার ঘটনা তবে এ ঘটনায় পুলিশের কেউ হতাহত না হলেও আহত হয়েছেন এক রিকশাচালক। পুলিশ এ ঘটনায় শামীম হাসান নামের এক যুবককে আটক করেছে। ওই যুবক জেএমবির সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫টি তাজা বোমা ও শতাধিক জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে নীলফামারী জেলার জলঢাকা থানায় মামলা হয় বলে জানানো হয়। ওই মামলায় তার অনুপস্থিতিতে গত ২৯ নভেম্বর আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেন ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ ফারুক ফোর্স নিয়ে চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের হাটহাজারী উপজেলা হাসপাতালের রাস্তার মাথায় টহল দিচ্ছিলেন। এ সময় কয়েক যুবককে সন্দেহজনকভাবে
ঘোরাঘুরি করতে দেখে তারা তাদের চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।