অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় - ১৯৭২ সালের সংবিধান সম্পর্কে ডঃ কামাল হোসেন


ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় - ১৯৭২ সালের সংবিধান সম্পর্কে ডঃ কামাল হোসেন
ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় - ১৯৭২ সালের সংবিধান সম্পর্কে ডঃ কামাল হোসেন

ডঃ কামাল হোসেন
ডঃ কামাল হোসেন

বাংলাদেশ গন ফোরাম মঞ্চের প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট, সাবেক আইন ও পররাষ্ট্র মন্ত্রী এবং ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ কামাল হোসেন ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল ঘোষনার ব্যাপারে কিছু বক্তব্য রাখেন।

তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিধান নিয়ে যেসব বিতর্ক সৃষ্টি করা হচ্ছে তা সঠিক নয়। কারণ ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যেসব আদর্শ নিয়ে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন তার মধ্যে অন্যতম। ভিন্ন ধর্মের মানুষদের ব্যাপারে কোন বৈষম্য সৃষ্টি করা চলবে না, সবার জন্য এক শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

ডঃ কামাল হোসেন আরো বলেন, ১৯৭৫ সালের নারকীয় ঘটনার পর যেভাবে সংবিধান বদল করা হয়েছিল তা অবৈধ। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষনাকে দেশের সর্বোচ্চ আদালত বহাল রেখেছেন। সাংবিধানিক কমিটি এখন তা যথাযথ কার্যকর করার জন্য কাজ করবে মাত্র। সংবিধান সংশোধন করা তাদের দায়িত্ব নয়।

XS
SM
MD
LG